বন্ধ করুন

কৃষি

পূর্ব মেদিনীপুর কৃষি এক ঝলক

উপ কৃষি অধিকর্তা  প্রশাসন পূর্ব মেদিনীপুর,

জেলা প্রোফাইল

পূর্ব মেদিনীপুর জেলা ভৌগলিকভাবে ২১˚ ৩৬ ’থেকে ২২˚৫৭’ উত্তর অক্ষাংশ এবং ৮৬˚৩৩ ’থেকে ৮৮˚১২’ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত এবং জেলাটি বঙ্গোপসাগর এবং এর দক্ষিণে উড়িষ্যা রাজ্যের বালাসোর জেলা দ্বারা বেষ্টিত। উত্তরে হাওড়া জেলা ও দক্ষিনে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা।

গুরুত্বপূর্ণ নদীগুলি – যেমন রূপনারায়ণ, হলদি, কংসাবতী এবং কেলেগাই জলের প্রবাহ কেবল জুন থেকে অক্টোবরের সময়কালেই হয়। এই জেলায় বন্যার অভিজ্ঞতা সাধারণ প্রাকতিক ঘটনা।

পূর্ব মেদিনীপুর জেলা মূলত একটি কৃষির জমি এবং মোট জনসংখ্যার ৮০% এর বেশি গ্রামে বাস করছে এবং তাদের রুটি এবং মাখন ও গ্রামীণ অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল।

এই জেলার জমির আয়তন ৪,৩০,১৪০ হেক্টর। যা রাজ্যের ভৌগলিক অঞ্চলের ৪.৭% যেখানে রাজ্যের ৫.৫৮% জনগোষ্ঠী বাস করছে। জেলার নেট চাষযোগ্য এলাকা অর্থাত ৩,০৪,৮০০ হেক্টর। ৫৮% জমি রয়েছে অর্থাৎ ১,৭৯,০২৫ হেক্টর। জোয়ারের জলের মাধ্যমে প্রধানত সেচের সুবিধা এবং ফসলের প্রায় ১৭০% ফলায়  ।

এ জেলার বেশিরভাগ ফসলের মধ্য প্রধান ফসল হ’ল ধান (আউস, আমন ও বোরো), ডাল, তেলবীজ, আলু, শাকসবজি, পান, ফুল ইত্যাদি। বিপণন মূলত স্থানীয় বাজার এবং কাছের কলকাতার বাজারের উপর নির্ভর করে।

সার, উন্নত বীজ এবং কীটনাশক ব্যবহার দিন দিন বাড়ছে। কৃষকরা এখন আধুনিক ফার্ম মেশিনারি এবং ট্র্যাক্টর, পাওয়ার টিলার, পাওয়ার থ্রিশার, সোলার পাম্পসেট, পাওয়ার স্প্রেয়ার, সংযুক্ত হারভেস্টার, ধান রোপন ইত্যাদি ব্যবহারের অভ্যাসে অভ্যস্ত হয়ে উঠেছে।

পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে, কৃষি বিভাগ জৈব চাষ / টেকসই কৃষিকাজের উপর জোর দিচ্ছে এবং জৈব সার / জৈব সার এবং ফসল উৎপাদনে জৈব-কীটনাশক ব্যবহারকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

জেলার প্রাশাসনিক পরিকাঠামো

ক্রমিক সংখ্যা ব্লকের নাম পঞ্চায়েত মৌজা গ্রাম পৌরসভা
    সমিতি গ্রাম      
তমলুক মহকুমা            
তমলুক ১২ ১১৮ ১০৭
শহিদ মাতঙ্গিনী  ১০ ৮৮ ৮৭ x
পাঁশকুড়া ১৪ ২৪৮ ২৪৭
কোলাঘাট ১৩ ১১৪ ১১২ x
নন্দকুমার ১২ ১০০ ১০০ x
চন্ডিপুর  ১০ ১১৪ ১১৪ x
ময়না ১১ ৮৫ ৮৫ x
মহিষাদল ১১ ৭৬ ৭৫ x
সুতাহাটা ১৩৮ ৮১ x
১০ হলদিয়া ৮২ ২৪
১১ নন্দীগ্রাম – ১ ১০ ৯৯ ৯৯ x
১২ নন্দীগ্রাম – ২ ৪১ ৪১ x
  মোট ১২ ১২০   ১১৭২
কাঁথি মহকুমা            
১৩ কাঁথি – ১ ২৪৩ ২২৫
১৪ দেশপ্রাণ ১৬৮ ১৬৯ x
১৫ কাঁথি – ৩ ১৬৬ ১৬৫ x
১৬ রামনগর – ১ ১৫০ ১৫০ x
১৭ রামনগর – ২ ১৩৭ ১৩৭ x
১৮ ভগবানপুর – ২ ১৬৮ ১৬৮ x
১৯ খেজুরী – ১ ৪২ ৪২ x
২০ খেজুরী – ২ ৯৯ ৯৯ x
  মোট ৬১ ১১৭৩ ১১৫৫
এগরা  মহকুমা            
২১ ভগবানপুর – ১ ১০ ১৬৭ ১৬৭ x
২২ এগরা – ১ ১৪৭ ১৩৩
২৩ এগরা – ২ ১১৮ ১১৭ x
২৪ পটাশপুর – ১ ১৪০ ১৪০ x
২৫ পটাশপুর – ২ ১৫১ ১৫১ x
  মোট ৪২ ৭২৩ ৭০৮
  সর্বমোট ২৫ ২২৩ ৩১৯৯ ৩০৩৫

জমির ব্যাবহারিক পরিসংখ্যান

২০১০-১১ এবং ২০২০-২১  

( হেক্টর)

ক্রমিক সংখ্যা বিষয় ২০১০-২০১১ ২০২০-২০২১
ভৌগলিক আয়তন  ৩৯৫৯৫৪.৯ ৩৯৫৯৫৪.৯
বনভুমি ৩৩২৬.২৬ ৩৩৭২.২১
অকৃষি জমি ৯০১০৭ ৯২৩৪২
অনুর্বর এবং পতিত জমি ১১৭৮৫.৬৭ ১০৫৩৮.২৪
গোচারন ভুমি  ৩৩৪ ২১২.৬
ফসলের আওতাধীন অঞ্চল, বিবিধ গাছের ফসল এবং অন্যান্য ৮৮৩৩.৫ ৮৯৬৫.৪৮
চাষ যোগ্য অকৃষি জমি ৩০০৬ ২৮০৩
বর্তমান পতিত জমি ১০৩৩৩.৫ ৮৯৫২.৫
মোট চাষযোগ্য জমি ২৯৬৯৫১.২ *২৮৫৩৮২.৫
১০ একাধিক চাষযোগ্য জমি ২২১১২৪.৮ ২১২৮৩৬.৩
১১ সর্বমোট চাষযোগ্য জমি ৫১৮০৭৬ ৫০৯৬২৪
১২ শস্য নিবিড়তা ১৭০% *১৭৮%
  • কয়েকটি ব্লকের (প্রায় ৯/১০ টি) বেশকিছু চাষ জমি মাছ চাষের জন্য ব্যবহৃত হচ্ছে, ফলে চাষের এলাকা হ্রাস পেয়েছে।

কৃষি পরিকাঠামো

কৃষি  মহকুমা
কৃষি ব্লক ২৫
বীজ খামার
গবেষণাগার
হিমঘর
বীজ উৎপাদন সংস্থা
গুদাম

অতীত পর্যালোচনা চাষের এলাকা

(হেক্টর )

ফসল ২০১৫-২০১৬ ২০১৬-২০১৭ ২০১৭-২০১৮ ২০১৮-২০১৯ ২০১৯-২০২০
আউশ ১২৭৯০ ১২৮২৩ ৮৭১৫ ১১৬০৪ ৬০২০
আমন ২০৬৪৭৬ ২৫৪৬০৪ ২৫৫৫২০ ২৫১৭০৬ ২৪৮৬৭০
বোরো ১৩২০৮৫ ১২৭৩২৮ ১৩৭৮৪৫ ১৩৮৮০৪ ১৩০১৯৫
রবি ডাল শষ্য  ১৬৬২৪ ১৮২০৩ ১৫৬৬৫ ১৬১৫৫ ১৭৮৯০
আলু ৪৩৬০ ৩৮১০ ৩১৬৬ ৩৭৬০ ৩৮৭০
সরিষা ৪১১০ ৩৬৯৫ ২৯৪২ ২৪৭০ ৩৮৩০
চিনা বাদাম ১৫৯৬৩ ১৬৮৩৪ ১৪৯৮০ ১৫৬২৫ ১৫৩২০
শাক সবজি ৪০২৩৫ ৩৫৯৪১ ৩২৬৩৪ ৩৪১৫৬ ৩২৭৯৯
মোট  ৪৩২৬৪৩ ৪৭৩২৩৮ ৪৭১৪৬৭ ৪৭৪২৮৫ ৪৫৮৫৯৪

উচ্চ ফলনশীল ধান চাষের এলাকার শতকরা হার এইচ.ওয়াই.ভি.(%)

ফসল ২০১৫-২০১৬ ২০১৬-২০১৭ ২০১৭-২০১৮ ২০১৮-২০১৯ ২০১৯-২০২০
আউশ ৯৬.৫ ৯৭.৭ ৯৯.২ ৯৯.৮ ১০০
আমন ৭৫ ৭৮ ৮১ ৮৫ ৮৮
বোরো ১০০ ১০০ ১০০ ১০০ ১০০

জেলাতে গড় বৃষ্টিপাতের পরিমান (মিলিমিটার)

মাস স্বাভাবিক  ২০১৬ ২০১৭ ২০১৮ ২০১৯ ২০২০
জানুয়ারী ১১ ৯.৮ ৫৩.৫
ফেব্রুয়ারী ২৭.৩ ৫১ ১.৩ ১.২ ১৩৪.৪ ১১.৭
মার্চ ৩৯.৮ ২২.৪ ৮৪.৫ ১.৯ ৩৯.৬ ৩৪.১
এপ্রিল ৫২ ২৫ ৬৯.২ ৭৫.৩ ৮১.৭
মে ১২৪.৯ ১৫৮.১ ৮৫ ১২৫.৯ ৭৪.৯ ৩৮৫.৭
জুন ২৭৩.১ ১৭৭.৩ ১৭৯.৫ ২৬৩.৩ ১৪৩ ২০৫.৪
জুলাই ৩১২.১ ৩১৬.২ ৪৫১.৩ ৩২৬.৭ ১৩৩.৮ ১৬১.৫
আগস্ট ৩৫৯.২ ৩৭৭.৫ ৩০৭.৮ ২৬০.৩ ৩৬৮.৬ ৩৯৬.৫
সেপ্টেম্বর ২৯৬.৩ ২৬০.১ ১৭৮.৬ ২৮৮.৯ ৪০১.৭ ২২৩.৯
অক্টোবর ১২৩.৬ ১৭৪.৩ ২০৩.৭ ১৪৬.৬ ২৪৭.৪ ১৫৪.১
নভেম্বর ৩৬.২ ৬৮.১ ৪২.৯ ১৮.৪ ১১০.৪ ১১.৭
ডিসেম্বর ৭.৯ ১২.৬ ১১.৯ ১০.৪
মোট ১৬৬৩.৪ ১৬১৯.৮ ১৫৭২.২ ১৫১৪.৩ ১৭৩৯.৫ ১৭১৯.৮

২০১৭-২০১৮ সালের জন্য পূর্ব মেদিনীপুর জেলা বিভাগের বিভিন্ন শস্যের ক্ষেত্র, উৎপাদনশীলতা  ও উৎপাদন

ক্রমিক সংখ্যা ফসল এলাকা (হেক্টর.) উৎপাদনশীলতা (কেজি./ হেক্টর.) উৎপাদন (মেট্ৰিক্ টন)
আউশ ধান ৮৭১৫ ২৬১৫.০ ২২৭৮৯.৭
আমন ধান ২৫৫৫২০ ৩৪০৩.০ ৮৬৯৫৩৪.৫৬
বোরো ধান ১৩৭৮৪৫ ৫৬৭৩.০ ৭৮১৯৯৪.৭
আলু ৩১৬৬ ২৩৭৭০.০ ৭৫২৫৫.৮
ডাল ১৭৭৩৫ ৮৭২.০ ১৫৪৬৪.৯
তৈলবীজ ১৯৪১৮ ২৫৯৬.০ ৫০৪০৯.১
শাক সবজি ৩২৬৩৪ ১৬২০০.০ ৫২৮৬৭০.৮

২০১৮-২০১৯ সালের পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন শস্য ক্ষেত্রের উৎপাদনশীলতা ও উৎপাদন

ক্রমিক সংখ্যা ফসল এলাকা (হেক্টর.) উৎপাদনশীলতা (কেজি./ হেক্টর.) উৎপাদন  (মেট্ৰিক্ টন)
আউশ ধান ১১৬০৪ ৩৪৪১.০ ৩৯৯২৯.৩৬
আমন ধান ২৫১৭০৬ ৪২৮২.০ ১০৭৭৮০৫.০৯
বোরো ধান ১৩৮৮০৪ ৫৬০২.০ ৭৭৭৫৮০.০০
আলু ৩৭৬০ ২২৩৪৬.০ ৮৪০২০.৯৬
ডাল ২১৬৪১ ৭৮২.০ ১৬৯২৩.২৬
তৈলবীজ ২০০৯২ ২৫৫৮.০ ৫১৩৯৫.৩৩
শাক সবজি ৩৪১৫৬ ১৬৫৪৫.০ ৫৬৫১১১.০২

২০১৯-২০২০ সালের পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন শস্য ক্ষেত্রের উৎপাদনশীলতা ও উৎপাদন

ক্রমিক সংখ্যা ফসল এলাকা (হেক্টর.) উৎপাদনশীলতা (কেজি./ হেক্টর.) উৎপাদন (মেট্ৰিক্ টন)
আউস ধান  ৬০২০ ৩৫১৭.০ ২১৪৯৭.৪২
আমন ধান ২৪৮৬৭০ ২৮৫২.০ ৭০৯২০৬.৮৪
বোরো ধান ১৩০১৯৫ ৫৬৮৬.০ ৭৪০২৮৮.৭৭
আলু ৩৮৭০ ২১৯৩০.০ ৮৪৮৬৯.১০
ডাল ২১১৮২ ৭৪৫.০ ১৫৭৮০.৫৯
তৈলবীজ ২৩০৫৫ ২৫১২.০ ৫৭৯১৪.১৬
শাক সবজি ৩২৭৯৯ ১৬৭৬৫.০ ৫৪৯৮৭৫.২৪

পূর্ব মেদিনীপুর জেলাতে মে, ২০১১ সাল থেকে অদ্যাবধি  রূপায়িত প্রকল্প সমূহ

সেক্টরের নাম প্রকল্পের নাম প্রকল্পটি রুপায়াঙ্কারী ব্লকের সংখ্যা অনুমোদিত পরিমাণ (লক্ষ) তহবিল ব্যবহার করা হয়েছে (লক্ষ) কাজের অগ্রগতি
কৃষি ১) কৃষি বার্ধক্য  ভাতা (এফওএপি) ২৫ ৩৫২৩.০ ৩৪৮৭.৫৪ ৫১৫৭ জন
  ২) কৃষক বন্ধু ( সুনিশ্চিত  আয় প্রকল্প) ২৫ ৩৬৬০১.১৭২৮ ৭৬৯৯১৪ জন
  ৩) কৃষক বন্ধু (মৃত্যু জনিত সহায়তা) ২৫ ৪২৭২.০ ২১৩৬ জন 
  ৪) রাজ্য দুর্যোগ ত্রাণ তহবিল(এসডিআরএফ) ২৫ ৫২৮৪৬.৩৬৩৩৬ ২৩৬১২৬৮ জন
  ৫) কৃষি যান্ত্রিকীকরণ ২৫ ২৪৬৩.৪৭ ২৪২২৮ টি
  ৬) কৃষিযন্ত্রপাতি ভাড়া স্থাপন কেন্দ্র সিএইচসি) ১৩ ৪১০.১৯ ৩৭ টি
  ৭) কৃষি প্রযুক্তি পরিচালন সংস্থা (আত্মা) ২৫ ২৭৭৯.৫৫৫ ২৫৩২.১৫৯ প্রদর্শনী ক্ষেত্রে -১০৫৬০ টি,
          প্রশিক্ষণ -২৩৫৫ টি,
          বিভিন্ন  প্রদর্শনী  ক্ষেত্র পরি দর্শন-৩৯৭টি,
          কৃষক স্বার্থ গ্রুপ-২৪২টি,
          কৃষি খামার -২৭৫ টি,
  ৮) কিশান ক্রেডিট কার্ড (কেসিসি) ২৫   ৯৫৯২৩১.৪২৫৬ ৫৮৫৮৩১ টি
  ৯) রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা (আরকেভিওয়াই)        
  অ) বীজ শোধন অভিযান ২৫ ৫৮.৭৩ ৫৮.২৩ ৩৫০০০ হেক্টর
  আ) সরকারী বীজ উৎপাদন খামার ৬ টি সরকারী খামার ৫০.৮৬ ৪২.৮৪  
  ই) লোকাল  ও সুগন্ধী ধানের প্রদর্শনী ক্ষেত্র ১০ ৭.৬৫৫ ৪.০৯৫ ১৭০ হেক্টর
  ১০) জাতীয় খাদ্য সুরক্ষা মিশন (ধান)        
  অ) গুচ্ছ প্রদর্শনী ক্ষেত্র        
  ১) আমন ধান ২৫ ৮১০.০ ৮০০.০ ১৩৫০০ হেক্টর
  ২) বোরো ধান ২২ ১০৫৮.৪ ১০০০ ১২৬০০ হেক্টর
  আ) ভর্তুকিতে ধানের বীজ  বিতরণ        
  ১) আমন ধান ২৫ ১৮.০ ১৬.০ ১৮০ (মেট্ৰিক্ টন)
  ২) বোরো ধান ২২ ২০.০ ১৯.০ ১০০  (মেট্ৰিক্ টন)
  ই) অনুখাদ্য  বিতরণ ২৫ ১৮০.০ ১৭৫.০ ৩৬০০০ হেক্টর
  ঈ) শস্য সুরক্ষায় রাসায়নিক ঔষধ বিতরণ ২৫ ৪৫০.০ ৪৫০.০ ৯০০০০ হেক্টর
  উ) আগাছা নিরোধক বিতরণ ২৫ ২২৫.০ ২২৩.০ ৪৫০০০ হেক্টর
  ঊ) কৃষকদের প্রশিক্ষণ শিবির ২৫ ৩১.৫ ৩১.০ ২২৫ টি
  ১১)  অনাবাদি ধান জমি ব্যবহারের লক্ষ্যমাত্রা (ডালশস্য)        
  অ) গুচ্ছ প্রদর্শনী ক্ষেত্র        
  ১) মুসুর ২০ ১১৯.০ ১১৮.০ ২০০০ হেক্টর
  ২) খেসারি ২০ ৪৫৬.০ ৪৫৫.০ ৪০০০ হেক্টর
  ৩) কলাই ২৫ ৩১.২৫ ৩০.৫ ৫০০ হেক্টর
  ৪) ছোলা ২০ ১৭০ ১৬৫.০ ২০০০ হেক্টর
  আ) সুষম খাদ্য ব্যবস্থাপনা        
  ১)  অনুখাদ্য ২৫ ১০.০ ১০.০ ২০০০ হেক্টর
  ২) জীবাণু সার ২৫ ৬৬.০ ৬৫.০ ২২১১০ হেক্টর
  ই) শস্য সুরক্ষার ব্যবস্থাপনায় ব্যবহৃত ঔষধ সমূহ ২৫ ১১০.০ ১০৮.৭৫ ২২০০০ হেক্টর
  ঈ) কৃষকদের পরামর্শ ১০ ৫.০ ৪.৭৫ ৩৫ টি
  ১২) অনাবাদি ধান জমি ব্যবহারের লক্ষ্যমাত্রা (তৈল বীজ)        
  অ) তেলবীজ চাষের গুচ্ছ প্রদর্শনী ২৫   ৯২৯.৩৪ ১৪৭৪০হেক্টর
  আ) অনুখাদ্য ও রাসায়নিক কীটনাশক ২৫   ৩০.০ ৩২০০ হেক্টর
  ই) রাসায়নিক সার বিতরণ ২৫   ১০৭.৬৬ ১১৮০০০ হেক্টর
  ঈ) প্রশিক্ষণ শিবির ২৫   ১৮.৪ ১০৮ টি

পূর্ব মেদিনীপুর জেলাতে ২০২১ সালের জানুয়ারির মাসের  বিভিন্ন রাসায়নিক সারের সরবরাহ পরিকল্পনা

সারের নাম জেলার প্রয়োজনীয়তা (মেট্ৰিক্ টন) মজুত (মেট্ৰিক্ টন) কোম্পানি  এবং পণ্য ভিত্তিক সরবরাহ পরিকল্পনা ( মেট্ৰিক্ টন)   যোগানের উদ্বৃত্তি/ অভাব (মেট্ৰিক্ টন)
ইউরিয়া ৭০০৫ ১২০.৫ ইফকো ২৮০০ (-) ৯৭৪.৫
      গ্রাসিম ৬০০  
      এন.এফ.সি.এল. ১২০০  
      এন.এফ.এল. ৫০  
      আর.সি.এফ. ১৬০  
      ইয়ারা ১১০০  
      মোটঃ-  ৫৯১০  
এম.ও.পি. ৮৯৫ ৪৮ আইপিএল ১০০০ ১৪৫৩
      পিপিএল ৪০০  
      মোসাইক ৯০০  
      মোটঃ-  ২৩০০  
এস.এস.পি. ১৪৯০ ইন্দোরামা   ৪০০ ৩০১০
      জয়শ্রী ৩০০  
      সাই ২৫০০  
      ফসফেট কোম্পানি ১৩০০  
      মোটঃ-  ৪৫০০  
ডি.এ.পি. ১৩৩৯.৮৩ ৫৭৩.৩ ইফকো ১৭০০ ৫৯৩৩.৪৭
      পিপিএল ২০০০  
      ইন্দরামা ৩০০০  
      মোটঃ-  ৬৭০০  
এন.পি.কে.কমপ্লেক্স ২৩৮৫ ১১৮১.৭৫ ইফকো ৩৬০০ ৯৮৯৬.৭৫
      সিল ৫৪০০  
      ইন্দরামা ১০০০  
      পিপিএল ১০৬০  
      আরসিএফ ৪০  
      মোটঃ-  ১১১৪০