বন্ধ করুন

রূপশ্রী

রূপশ্রী প্রকল্প

পশ্চিমবঙ্গ সরকারের নারী শিশু বিকাশ সমাজকল্যাণ দপ্তরের একটি প্রকল্প

 

পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক ২০১৮-২০১৯ অর্থবর্ষে “রূপশ্রী প্রকল্প” নামে আর্থিক দুর্দশাগ্রস্ত  পরিবারের প্রাপ্ত বয়স্কা কন্যাদের বিবাহের  জন্য আর্থিক অনুদানের  একটি প্রকল্পের সূচনা করা হয়েছে। এই প্রকল্পে  যে সমস্ত পরিবারের বার্ষিক আয় দেড়লক্ষ (১,৫0,০০০) টাকার বেশী নয়, সেই পরিবারগুলির অবিবাহিতা কন্যাদের বিয়ের সময় মেয়ের  বয়স যদি ১৮ বছর বা তার উপর হয় এবং পাত্রের বয়স ২১ বছর বা তার উপর  হয় তাহলে এই প্রকল্পের অধীনে যোগ্য আবেদনকারী বিয়ের সময় এককালীন ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা আর্থিক অনুদানের সুযোগ নিতে পারেন। যে সমস্ত আবেদনকারীর জন্ম পশ্চিমবঙ্গে বা গত পাঁচ বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছেন বা পিতা মাতা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। তাঁরা আবেদনের যোগ্য। আবেদনকারী প্রস্তাবিত বিয়ের ৩০ দিন থেকে ৬০ দিন আগে মহকুমা শাসক/সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে ।

* কোথায় আবেদনপত্র পাওয়া যাবে :– প্রকল্পের আবেদনপত্র নিম্নোক্ত কাৰ্যালয়গুলি থেকে বিনামূল্যে পাওয়া যাবে।

(ক) গ্রামীন এলাকায় বসবাসকারী আবেদনকারীদের জন্য সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় (বি.ডি.ও অফিস)।

(খ) মিউনিসিপ্যালিটি এলাকায় বসবাসকারীদের জন্য মহকুমা শাসকের কার্য্যালয় (এস.ডি.ও অফিস)।

website http://www.wbedwdsw.gov.in থেকেও আবেদনপত্র ডাউনলোড করা যাবে।

*আবেদনপত্র কোথায় জমা করবেন :

আবেদন পত্র নিম্নোক্ত কাৰ্যালয়গুলিতে জমা দেওয়ার জন্য উপভোক্তাদের অনুরোধ করা হচ্ছে।

(ক) গ্রামীণ এলাকায় বসবাসকারী আবেদনকারীদের জন্য সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় (বি.ডি.ও অফিস)।

(খ) মিউনিসিপ্যালিটি এলাকায় বসবাসকারীদের জন্য মহকুমা শাসকের কার্যালয় (এস.ডি.ও অফিস)।

*কি কি দরকারী কাগজপত্র প্রয়োজন

(i) আবেদনকারীর বয়সের প্রমাণপত্র: – জন্ম শংসাপত্র / আধার কার্ড(COMPULSORY) / ভোটার এপিক কার্ড / মাধ্যমিকের অ্যাডমিট কার্ড/ সরকার অনুমোদিত                                                                       বিদ্যালয় ছাড়ার শংসাপত্র।

(ii) বসবাসের প্রাণপত্র :   আবেদনকারীর স্ব-ঘোষণা।

(iii) অবিবাহিত মর্যাদা :   কখনোই বিবাহ করেন নি, এই মর্মে আবেদনকারীর স্ব-ঘোষণা।

(iv) পারিবারিক  আয় :   উপযুক্ত কতৃপক্ষ দ্বার প্রত্যায়িত  আবেদনকারীর স্ব-ঘোষণা ।

(v)বয়সের প্রমাণপত্র :   উপযুক্ত কতৃপক্ষ দ্বার প্রত্যায়িত আবেদনকারীর স্ব-ঘোষণা ।

(vi) প্রস্তাবিত  বিবাহের প্রমাণ : বিবাহের নিমন্ত্রণের কার্ড / ম্যারেজ রেজিস্ট্রেশন নোটিশ / স্ব-ঘোষণা।

(vii) পাত্রের বয়সের প্রমাণপত্র :  জন্ম শংসাপত্র / আবার কার্ড / ভোটের এপিক কার্ড / প্যান কার্ড / মাধ্যমিকের আডমিট কার্ড সরকার অনুমোদিত বিদ্যালয় ছাড়ার শংসাপত্র। (প্রস্তাবিত পাত্রের দ্বারা প্রত্যায়িত)

(viii) আবেদনকারী এবং প্রস্তাবিত পাত্রের সাম্প্রতিক রঙীন পাসপোর্ট সাইজের ছবি।

 (ix) আবেদনকারীর নিজস্ব এককভাবে পরিচালিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা দরকার। (আই এফ. এস. কোড. এম. আই. সি. আর. কোড সহ) সমস্ত তথ্যাদি  সম্মলিত সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর প্রথম পৃষ্ঠার জেরক্স কপি (আবেদনকারী দ্বারা স্ব-প্র প্রত্যায়িত)।

* অনুদান বন্টনেরপদ্ধতি: আবেদনপত্র যোগ্য বিবেচিত হলে এই প্রকল্পের আর্থিক সুবিধা আবেদনকারীর এককভাবে পরিচালিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।

*হেল্পলাইন : এ বিষয়ে বিস্তারিত জানতে সংলিষ্ট মহকুমা শাসক/ সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যে কোন সমস্যায় যোগাযোগ করা যেতে পারে জেলা সমাজকল্যাণ দপ্তরে বা ই-মেল করা যাবে rupashreepurba@gmail.com বা ফোন করা যাবে ০৩২২৮-২৬২১৪১ এই নম্বরে।